ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী

প্রকাশিত: ২২:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৫

ঝিনাইদহে আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ “বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগীতায় আজ শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আফসানা আক্তার শিউলি, অধ্যক্ষ অমর কুমার, অভিবাসী মুক্তিযোদ্ধা আবু জাফর ফিরোজ প্রমূখ।
×