ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রকাশিত: ২০:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুড়ে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারি কমিশনার বিপুল চন্দ্র দাস, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: ইউসুব আলী, ন্যাশনাল ব্যংকের কর্মকর্তা গাজী মো: মোজাম্মেল, কৃষি ব্যাংকের মাঠ কর্মী মো: মাসুদুজ্জামান ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আলমগীর হোসেন প্রবাস থেকে ৬ কিস্তিতে সোনালী ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ টাকা প্রেরণ করায় তার পরিবারকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক এতে সহযোগীতা করেছে এবং র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেছে।
×