ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শিল্প দক্ষতা উন্নয়নে দু’দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২০:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৫

বাগেরহাটে শিল্প দক্ষতা উন্নয়নে দু’দিনের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটে বেইস, খানজাহানিয়া গণবিদ্যালয় মিলনায়তনে ‘অনানুষ্টানিক সেক্টরে শিক্ষানবিশদের শিল্প দক্ষতা উন্নয়নে” দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশ সরকারের সহযোগীতায় বি-সেপ প্রকল্পের উদ্যোগে অনুষ্টিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পেশার প্রায় অর্ধশত ব্যক্তি অংশগ্রহন করেন। গণবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় আরও বক্তব্য দেন, অধ্যক্ষ মো: কামরুজ্জামান, প্রফেসর আসাদুজ্জামান, তানজিল হাসান, মাহাবুবুল ইসলাম, তাসমিন ফারহানা, বাবুল সরদার প্রমুখ।
×