ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে ১ম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪/৭

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৫

হ্যামিল্টন টেস্টে ১ম দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ২৬৪/৭

অনলাইস ডেস্ক॥ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট আজ হ্যামিল্টনে শুরু হয়েছে। বৃষ্টির কারনে দিনের নির্ধরিত ৯০ ওভারের খেলা সম্ভব হয়নি। ২৩ ওভার খেলা কম হয়েছে আজ। দিনশেষে শ্রীলঙ্কা ৬৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংহ্রগ করেছে। টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাকুলাম ফিল্ডিং করার সিন্ধান্ত নেন। ৪৪ রানে ২ উইকেট পড়ে গেলেও ৩য় উইকেট জুটিতে জয়সুন্দরা ও চান্দিমাল ৭১ রান করলে শ্রীলংকা একটা সন্মানজনক অবস্থায় দাঁড়া। এখন ব্যাটিং করছেন ম্যাথুস ৬৩ ও চামিরা ০ রানে। এছাড়া চান্দিমাল ৪৭ ও শ্রীবর্ধনে করে ৬২ রান। শ্রীলঙ্কার ২জন ব্যাটসম্যান রান আউট হয়। নিউজিল্যান্ডের বোলারদের পক্ষে বোল্ট ও সাউদি পেযেছে ২টি করে উইকেট। এইকটি উইকেট পেয়েছেন ব্রেকওয়েল। গত টেস্টের তুলনায় এই টেস্টে শ্রীলঙ্কা দ্রুত গতিতে রান তুলেছে। গতকাল দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে।
×