ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সানডে টাইমসের ছোটগল্প পুরস্কার পেয়েছেন ইয়ুন লি

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৫

সানডে টাইমসের ছোটগল্প পুরস্কার পেয়েছেন ইয়ুন লি

চীনা-আমেরিকান বংশোদ্ভূত লেখক ইয়ুন লি সানডে টাইমসের ইএফজি ছোটগল্প পুরস্কার পেয়েছেন। পুরস্কারজয়ীদের মধ্যে তিনিই প্রথম নারী লেখক। পুরস্কারের আয়োজনে ছিল বুক ট্রাস্ট। ইয়ুন লি এ পুরস্কার পেয়েছেন তাঁর গল্প ‘আ শেল্টারড ওম্যান’-এর জন্য। ‘আ শেল্টারড ওম্যান’ গল্পটির কেন্দ্রে রয়েছেন একজন চীনা-আমেরিকান আয়া। একজন নতুন মা এবং তাঁর নবজাতক সন্তানকে এক মাসের জন্য সহযোগিতা করার জন্য তাঁকে ভাড়া করা হয়। চারপাশের আবেগী ঘূর্ণিস্রোত থেকে তাঁকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টাও করা হয়। তবে সে বাঁধা পড়ে যায় নিজের অতীতের কাছে। স্বেচ্ছা আরোপিত বিচ্ছিন্নতার ভেতরে থাকা মিথ্যা এবং একজন বহিরাগত ব্যক্তিকে ঘিরে গল্পের আবর্তন। এ পুরস্কারের বিচারক আলিফ শাফাক বলেন, ‘সংক্ষিপ্ত তালিকার অনেক সম্ভাবনাময় লেখা থেকে একটি মাত্র লেখা বাছাই করা বেশ কঠিন ছিল। ইয়ুন লির লেখনি-শৈলী বেশ পরিপক্ব। লির প্রথম গল্পসংকলন ‘আ থাউজ্যান্ড ইয়ার্স অব গুড প্রেয়ারস’ ২০০৫ সালে গার্ডিয়ান ফার্স্ট বুক অ্যাওয়ার্ড লাভ করে এবং পিইএন/ হেমিংওয়ে পুরস্কারও পায়।
×