ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসপিএর বর্ষসেরা পুরস্কার

প্রকাশিত: ০৬:২৬, ১৮ ডিসেম্বর ২০১৫

বিএসপিএর বর্ষসেরা পুরস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’। ২০১৩ ও ২০১৪ সালের দেশসেরা ক্রীড়াবিদদের এদিন দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটরিয়ামের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুরস্কার প্রদান শেষে সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।এ উপলক্ষে গতকাল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের ডাচ্ বাংলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মাকের্টিং মালিক মোঃ সাঈদ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান, সাধারণ সম্পাদক সনৎ বাবলা ও পুরস্কার বিতরণী সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আমিনুল হক মল্লিক। বিএসপিএ এবার নতুন পুরস্কার চালু করেছেÑ ‘কুল-বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান এ্যাওয়ার্ড’। সমিতির জুরি বোর্ড পাঁচ ক্রীড়াবিদের একটা তালিকা করে দিয়েছে সমিতির ওয়েবসাইটে (িি.িনংঢ়ধ.পড়স.নফ)। পাঁচজন হলেনÑ তিন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম, ফুটবল তারকা মামুনুল ইসলাম এবং গলফার সিদ্দিকুর রহমান। এই পাঁচ জনের মধ্যে থেকে একজনকে ভোট দিতে হবে। সর্বোচ্চ ভোট প্রাপ্তই পাবেন ‘কুল-বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান এ্যাওয়ার্ড’। ভোট দেয়া যাবে আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত। ভোটারদের জন্যও রয়েছে পুরস্কার। ভোট দেয়ার পর একটি সংক্ষিপ্ত ফরম পূরণ করতে হবে। লটারির মাধ্যমে ২৫ জনকে পুরস্কৃত করবে পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ২০১৩ বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি) সেরা ক্রিকেটার : মুশফিকুর রহীম, সোহাগ গাজী, সেরা ফুটবলার : মামুনুল ইসলাম মামুন, সেরা আরচার : ইমদাদুল, হক মিলন. সেরা সাঁতারু : মাহফুজুর রহমান সাগর, সেরা দাবাড়ু : রফাহাদ রহমান, সেরা ভারোত্তলক জহুরা আক্তার রেশমা ,সেরা কোচ : মারুফুল হক (ফুটবল), সেরা সংগঠক কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর), সেরা পৃষ্ঠপোষক : এক্সিম ব্যাংক লিমিটেড, সেরা উদীয়মান মুমিনুল হক (ক্রিকেট), বিশেষ সম্মানা গোলাম সারোয়ার টিপু। ২০১৪ সালের পুরস্কারপ্রাপ্তরা ॥ বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি) : আবদুল্লাহ হেল বাকি, সেরা ক্রিকেটার : মুশফিকুর রহীম, সেরা ফুটবলার : নাসিরউদ্দিন চৌধুরী, সেরা হকি খেলোয়াড় : হাসান যুবায়ের নিলয়, সেরা কোচ : গোলাম রব্বানী ছোটন (ফুটবল), সেরা সংগঠক : মনজুর কাদের, সেরা পৃষ্ঠপোষক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সেরা উদীয়মান : হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (ফুটবল), বিশেষ সম্মানা : মিউরেল গোমেজ।
×