ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাকিতে মুরগি না দেয়ায়-

প্রকাশিত: ০৩:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৫

বাকিতে মুরগি  না দেয়ায়-

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ ডিসেম্বর ॥ বাকিতে পোল্ট্রি মুরগি না দেয়ায় ছাত্রলীগ ধুলাসার ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ পোল্ট্রি ব্যবসায়ী মিলন হাওলাদারের দোকান বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে বাজারের সকল দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে মিলন হাওলাদারের দোকান থেকে তরিকুল নামের এক যুবককে মুরগি বাকিতে আনার জন্য পাঠায়। না দেয়ায় পারভেজ গিয়ে মিলনের দোকান বন্ধ করে দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। মিলন জানান, পারভেজের কাছে ইতোপূর্বেও তার প্রায় আট শ’ টাকা পাওনা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ফরিদ মেকার নামের এক দোকানি এ চক্রকে ব্যাডমিন্টন খেলার বিদ্যুতের সংযোগ না দেয়ায় তার দোকান বন্ধ করে দিয়েছিল। এলাকার অসংখ্য মানুষের অভিযোগ ছাত্রলীগের ধুলাসার ইউনিয়নের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজের চাঁদাবাজি সন্ত্রাসের কারণে মানুষ জিম্মি হয়ে পড়েছে।
×