ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার কুমিরা স্কুলের শতবর্ষ উদ্যাপন

প্রকাশিত: ০৩:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৫

সাতক্ষীরার কুমিরা স্কুলের শতবর্ষ উদ্যাপন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ঘোড়ার গাড়ি, গরুরগাড়ি, পালকি, মুক্তিযোদ্ধাসহ গ্রামবাংলার নানা সাজে র‌্যালির বহরে মেতে ওঠার পাশাপাশি মিলনমেলায় পরিণত হয়েছিল কালের সাক্ষী শতবর্ষের কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। বৃহস্পতিবার সকালে বর্তমান ও পুরনো ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সাতক্ষীরা খুলনা সড়কের পাশে অবস্থিত এই বিদ্যাপীঠ। শতবর্ষ উদ্যাপন উৎসবে যোগ দেয়া প্রবীণ ছাত্রের মধ্যে ১৯৪০ সালে পাস করে যাওয়া ইয়াকুব আলি মোড়ল, ’৫২ সালের অবসরপ্রাপ্ত পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান, ’৫৬ সালের ব্যাজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল ওয়াদুদ, ’৪৯ সালের পাস করা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সনাতন দাসসহ শত শত ছাত্রছাত্রী এসেছিলেন এই মিলনমেলায়। আর শতবর্ষের উৎসবের এই আয়োজন উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। ১৯১৪ সালে শিক্ষানুরাগী প্রকৌশলী ক্ষিতিমোহন এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। শতবর্ষ উদ্যাপনের প্রথমদিনে প্রধান অতিথি শতবর্ষ স্মারক স্তম্ভ উন্মোচন করেন। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, রিফাত আমিন এমপি, মনসুর আহমেদ, মোঃ নজরুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, বিশ্বজি সাধু, ড. মতিউর রহমান, শেখ আব্দুল ওয়াদুদসহ দেশ-বিদেশ থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। দ্বিতীয় দিন শুক্রবার নানা কর্মসূচী পালিত হবে।
×