ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগেশ্বরীতে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৪, ১৮ ডিসেম্বর ২০১৫

নাগেশ্বরীতে আচরণবিধি  ভঙ্গের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। দেয়ালে দেয়ালে লাগানো হচ্ছে পোস্টার। উঠান বৈঠকের নামে চলছে সভা। এদিকে বিধি ভঙ্গের অভিযোগে এক সাধারণ কাউন্সিলর প্রার্থী মমিনুর রহমান ভোলাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীকের পোস্টার দোকান ও বাড়ির দেয়ালে লাগানো হয়েছে। নির্বাচনী এলাকার প্রায় ওয়ার্ডেই একইভাবে বিধি অমান্য করে পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা। নাগেশ্বরী পৌরসভার সাধারণ ভোটাররা জানান, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠছেন। তারা নির্বাচনের আচরণবিধি মানতে চাইছেন না। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ জানান, আচরণবিধির বিষয়ে প্রার্থীদের আগেই সতর্ক করা হয়েছে। এরপরও অনেক প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমাদের ম্যাজিস্ট্রেট টিম তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
×