ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পবিএনপির ছয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে ২৩ মামলা

প্রকাশিত: ০৩:৪২, ১৮ ডিসেম্বর ২০১৫

পবিএনপির ছয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে ২৩ মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে ৯ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহীসহ ১৭, বিএনপির বিদ্রোহীসহ ১২, জাতীয় পার্টির দুই ও জাসদের দু’জনসহ মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপির ছয় মেয়রের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্যসহ বিশেষ ক্ষমতা এবং দ্রুতবিচার আইনে ২৩ মামলা রয়েছে। আর মুক্তাগাছায় জাসদের মেয়রপ্রার্থী শরীফ ইসলাম বিপ্লবের নামে রয়েছে একটি মামলা। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়রপ্রার্থীদের নামে মামলা থাকলেও পরে নিষ্পত্তি কিংবা খালাস উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী শহীদুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ৫টি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন। গফরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়রপ্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুনের নামে সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা ও দ্রুতবিচার আইনে চারটি মামলা বিচারাধীন। নান্দাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী আজিজুল ইসলাম পিকুলের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকদ্রব্য, চাঁদাবাজি ও নারী নির্যাতন আইনে চার মামলা রয়েছে। নির্বাচনের শুরুতে পিকুলকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত থেকে অবিশ্বাস্য দ্রুতগতিতে জামিনে ছাড়া পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি। গৌরীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী সুজিত কুমার দাসের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকদ্রব্য, দ্রুতবিচার ও মোটরসাইকেল চুরিসহ চারটি এবং ঈশ্বরগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ফিরোজ আহমদ ভুলুর বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ দুটি মামলা বিচারাধীন বলে জানা গেছে। তবে ফুলপুর, ত্রিশাল ও ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থীদের বিরুদ্ধে বর্তমানে কোন মামলা বিচারাধীন নেই বলে দাবি করা হয়েছে হলফনামায়।
×