ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ২০ হাজার শিশুর হাতে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ তুলে দিলেন বাদশা

প্রকাশিত: ২৩:৪১, ১৭ ডিসেম্বর ২০১৫

রাজশাহীতে ২০ হাজার শিশুর হাতে  ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ তুলে  দিলেন বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০ হাজার ক্ষুদে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো বই ‘মুক্তিযুদ্ধে ইতিহাস’। মুহম্মদ জাফর ইকবালের লেখা ছোটদের এই বই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এ বই বিতরণ করেন। এদিকে বই বিতরণ উপলক্ষে নগরীর সরকারি হাই মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গিত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সাকালেই শিশু শিক্ষার্থীদের নিয়ে হাজির হন অভিভাবকরা। পরে আনুষ্ঠানিকভাবে সবার হাতে বই তুলে দেন সাংসদ ফজলে হোসেন বাদশা। এসময় সাংসদ বাদশা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। মুহম্মদ জাফর ইকবালের লেখা এই বইটি শিশুরা সহজেই পড়ে জানতে পারবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। মুলত মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
×