ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী জাহাজডুবি, নিখোঁজ ৬

প্রকাশিত: ২১:৪১, ১৭ ডিসেম্বর ২০১৫

সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী জাহাজডুবি, নিখোঁজ ৬

অনলাইন ডেস্ক॥ সিঙ্গাপুর প্রণালীতে তেলবাহী একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজটির ছয় কর্মী। বুধবার স্থানীয় সময় রাতে ইন্দোনেশিয়ার বটম দ্বীপ উপকূলে একটি রাসায়নিক পদার্থবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে তেলবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৫৬০ মেট্রিক টন তেল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জাহাজটির ছয় কর্মীকে উদ্ধার করা গেলেও বাকি ছয় কর্মী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা। ১০৫ কিলোমিটার লম্বা ও ১৬ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালী বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটগুলোর একটি। এর পশ্চিমে মালাক্কা প্রণালী এবং পূর্বে দক্ষিণ চীন সাগর।
×