ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিসিকে প্রায় আড়াই কোটি ক্ষতিপূরণ দিল ভারত

প্রকাশিত: ২১:২৮, ১৭ ডিসেম্বর ২০১৫

আইসিসিকে প্রায় আড়াই কোটি ক্ষতিপূরণ দিল ভারত

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো নিজেরাই বুঝতে পারেনি দীর্ঘ আট মাস পর তাদের কাঁধে এত বড় ক্ষতিপূরণের বোঝা পড়বে। ঘটনাটি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ সময়ের। আসরে ভারতীয় দল আইসিসি’র নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের বাইরে ধাওয়াল কুলকার্নিকে রাখায় ২.৪ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হলো। সেবার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ড, ভারত ও স্বাগতিক দলের ত্রিদেশীও সিরিজ চলছিল। ভারতীয় সে দলে ছিলেন কুলকার্নি। তবে তাকে দলটির বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু বিশ্বকাপ চলাকালীন টিম হোটেলে রাখা হয় তাকে। আর এতেই বেঁধে যায় বিপত্তি। একজন অতিরিক্ত ক্রিকেটারের বিমান খরচ, থাকা-খাওয়া বাবদ বড় অঙ্কের হিসেব ভারতকে ধরিয়ে দিয়েছে আইসিসি। আর ক্ষতিপূরণটি দিতেও হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
×