ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর প্রণালীতে জাহাজডুবিতে নিখোঁজ ৬

প্রকাশিত: ১৮:৫৭, ১৭ ডিসেম্বর ২০১৫

সিঙ্গাপুর প্রণালীতে জাহাজডুবিতে নিখোঁজ ৬

অনলাইন ডেস্ক ॥ সিঙ্গাপুর প্রণালীতে রাসায়নিক ট্যাঙ্কারের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষে ছয়জন নিখোঁজ হয়েছেন। এই ছয়জন ব্যক্তির সন্ধান করছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ। বুধবার রাতে ইন্দোনেশিয়ার বটম দ্বীপের উপকূলে সংঘর্ষের পর মালবাহী জাহাজটি ডুবে যায় বলে সিঙ্গাপুরের কর্মকর্তারা জানিয়েছেন। জাহাজটি ৫৬০টন জ্বালানি বহন করছিল। তবে ওই অঞ্চলে তেল ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত ৮টার দিকে কেম্যান দ্বীপের নিবন্ধিত স্টোল্ট কমিটমেন্টের ট্যাঙ্কারটির সঙ্গে মালবাহী থর্কো ক্লাউড জাহাজটির সংঘর্ষ হয়। জাহাজটিতে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকা ছিল। এ ঘটনায় ট্যাঙ্কারটির সামান্য ক্ষতি হয়েছে। বটম দ্বীপ থেকে সাত মাইল দূরে ইন্দোনেশিয়ার জলসীমায় দুর্ঘটনাটি ঘটেছে। মালবাহী জাহাজটির ১২ জন ক্রুদের মধ্যে ছয়জন নিখোঁজ হয়েছেন। বাকিদের উদ্ধার করে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
×