ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএস হামলায় ইরাকী ও তুর্কী সেনা হতাহত

প্রকাশিত: ১৮:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৫

আইএস হামলায় ইরাকী ও তুর্কী সেনা হতাহত

অনলাইন ডেস্ক ॥ ইরাকের একটি সেনা শিবিরে আইএসের হামলায় তিন সুন্নি যোদ্ধা নিহত ও চার তুর্কী সেনাসহ ১০ জন আহত হয়েছেন। বাশেকা অঞ্চলের একটি সেনা শিবিরে গত বুধবার গোলাবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। নিনেভেহ প্রদেশের সাবেক গভর্নর আথেল আল-নুজাইফি জানিয়েছেন, আইএস নিয়ন্ত্রিত মসুল শহরের কাছে অবস্থিত ওই শিবিরটিতে কয়েক ঘণ্টা ধরে মর্টার ছোড়া হয়। তুর্কী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকী কুর্দিস পেশমার্গা যোদ্ধাদের সঙ্গে আইএসের লড়াই চলাকালে শিবিরটি হামলার শিকার হয়। আইএস যোদ্ধারা কাত্যুশা রকেট ছুড়ে মেরেছে। শিবিরটির মুখপাত্র মাখমৌদ সুর্চি জানিয়েছেন, শিবিরটিতে হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তুরস্কের চার সেনা সদস্যও রয়েছেন। ওই তুর্কী সেনারা ইরাকী যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে জানানো হয়েছে।
×