ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসলাম-কায়সারদের লড়াই অমীমাংসিত!

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৫

আসলাম-কায়সারদের লড়াই অমীমাংসিত!

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়ি জীবনে অনেকবারই দীর্ঘদেহী ডিফেন্ডার কায়সার হামিদকে ফাঁকি দিয়ে পরাস্ত করে গোল করার চেষ্টা করেছেন ফরোয়ার্ড শেখ মোঃ আসলাম। কখনও সফল হয়েছেন, কখনও বা ব্যর্থ। খেলা ছাড়ার পর বৃহস্পতিবার আবারও চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। তবে দলকে জেতাতে পারেননি। তাই বলে আবার তার দল হারেওনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বুধবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে একাদশ বনাম সোনালী অতীত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ম্যাচের ১২ মিনিটে গোল করে বাফুফেকে এগিয়ে দেন আসলাম (১-০)। চার মিনিট পরেই ফরোয়ার্ড আলফাজ আহমেদ গোল করে সোনালী অতীতকে সমতায় ফেরান (১-১)। তারও ৪ মিনিট পরে আলফাজ আবারও গোল করে এবার সোনালী অতীতকে এগিয়ে নেন (২-১)। ৩২ মিনিটে মোহাম্মদ জাকির গোল করে সমতায় ফেরান বাফুফেকে (২-২)। মোহাম্মদ অপু ৪২ মিনিটে আরেকটি গোল করে বাফুফেকে এগিয়ে দেন (৩-২)। তবে এই লিড ধরে রাখতে পারেনি তারা। ৬০ মিনিটে আহমেদ ইমতিয়াজ নকিব গোল করে সোনালী অতীতকে আবারও সমতায় ফেরান। এই প্রীতি ফুটবল ম্যাচে উভয়দল মিলিয়ে মোট ৪৮ ফুটবলার অংশ নেন।
×