ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৪, ১৭ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয়- র. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না রর. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না ররর. যাদের শিল্পদৃষ্টি নেই নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. ১৩ই এপ্রিল মঙ্গলবার ১৯৭১-এর বর্ণনার শুরুতে রয়েছে- র. প্রকৃতির বর্ণনা রর. পাকিস্তানী সৈন্যের আক্রমণ ররর. অগ্নিসংযোগ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩. জমিদার কোন দেশের লোক ছিল? ক) বাংলাদেশের খ) ভারতের গ) পাকিস্তানের ঘ) আফগানিস্তানের ৪. ‘একাত্তরের দিনগুলো’ স্মৃতিচারণমূলক রচনায় বাগানে বেশ কটা কী গাছ আছে? ক) রজনীগন্ধা খ) বেলী ফুল গ) জুঁই ঘ) গোলাপ ৫. ‘মস্তিষ্ক উর্বর’-এর ইংরেজী কী? ক) ইৎধরহ পঁষঃঁৎব খ) ইৎবরহ পঁষঃঁৎব গ) ঈঁষঃঁৎব ড়ভ ইৎবধরহ ঘ) ইৎধরহ ড়ভ পঁষঃঁৎব ৬. লেখক প্রমথ চৌধুরীর মতে শিক্ষক হচ্ছেন- র. মানুষ গড়ার কারিগর রর. জাতির বিবেক ররর. উত্তরসাধক মাত্র নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) রর ও ররর ৭. ‘দত্তা’ কোন ধরনের গ্রন্থ? ক) কাব্যগ্রন্থ খ) নাটক গ) ছোটগল্প ঘ) উপন্যাস ৮. মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন- ক) হুমায়ুন আজাদ খ) সেলিনা হোসেন গ) হুমায়ূন আহমেদ ঘ) রাবেয়া খাতুন ৯. শিক্ষার সুফল ব্যক্তিগত হয়ে পড়বে কখন? ক) অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্ত না হলে খ) ভুল শিক্ষা গ্রহণ করলে গ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা না থাকলে ঘ) অর্থ-সাধনাকে জীবন-সাধনা ভাবলে ১০. মমতাদির গালে কিসের দাগ পড়ে ছিল? ক) মেছতার খ) আঁচড়ের গ) শ্বেতের ঘ) আঙুলের ১১. স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদিকে দেখে- ক) বিভ্রান্ত হয় খ) স্বাভাবিক হয় গ) রাগান্বিত হয় ঘ) আনন্দিত হয় ১২. ছেলেটি কেন মমতাদির সঙ্গে তার বাড়িতে গিয়েছিল? ক) নিছক শখের বশে খ) স্নেহ পাবার আশায় গ) বাড়ি দেখার আশায় ঘ) কমলা খাবার আশায় ১৩. ‘বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট’- এ উক্তির প্রতিশব্দ কোনটি? ক) লেফাফাদুরস্তি খ) মূল্যবোধ গ) অর্থচিন্তা ঘ) ক্ষুৎপিপাসা ১৪. ‘ঐ তথাকথিত ‘ছোটলোক’-এর অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ।’ এখানে ছোটলোকের সঙ্গে সম্পর্কযুক্ত- র. মেহনতি মানুষ রর. শ্রমিক সম্প্রদায় ররর. সাধারণ চাকরিজীবী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. জীবনময়ের গলির মোড়ে মমতাদি কী করছিল? ক) কমলালেবু কিনছিল খ) কারও জন্যে অপেক্ষা করছিল গ) বাচ্চা কোলে দাঁড়িয়েছিল ঘ) পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল ১৬. সুদের আরবি প্রতিশব্দ কী? ক) হাসাদ খ) রিবা গ) রিশওয়াতু ঘ) ফিতনাতু ১৭. কে আদর ও সম্মান প্রত্যাশী- র. মমতাদি রর. খোকা ররর. মা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক? ক) প্রফুল্ল­ খ) চন্দ্রগুপ্ত গ) বুদ্ধদেব ঘ) অরূপ রতন ১৯. পাকিস্তানী শাসকবর্গ ছিল- র. ধর্মান্ধ রর. সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী ররর. নয়া ঔপনিবেশবাদী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. ‘এই দুর্ঘটনায় একটা কান্না পড়িয়া গেল’- কোথায়? ক) বিবাহসভায় খ) অন্তঃপুরে গ) বৈঠকখানায় ঘ) বহির্বাটীতে ২১. আমাদের শিক্ষিত সমাজের নেতিবাচক মনোভাব হলো- র. তারা কোন বই কিনেন না- রর. তারা পেশাগত প্রয়োজন ছাড়া বই কিনেন না- ররর. ব্যবহারিত উপযোগ পূরণের জন্য বই কিনেন- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২২. রুমীর ‘মার্সি পিটিশন’ করা না করার ব্যাপারে লেখিকা ও তাঁর স্বামী দ্বিধাদ্বন্দ্বে কাটিয়েছেন কত সময়? ক) একদিন দুরাত খ) দুদিন দুরাত গ) দুদিন তিনরাত ঘ) তিনদিন তিনরাত ২৩. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন বিষয় নিয়ে আলোচনা করছিলেন মুর্শিদুল হাসান। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে বর্ণিত উক্ত বিষয়টির নাম কী? ক) কবিতা খ) নাটক গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ২৪. অভাগীর বাবা পেশায় কী ছিল? ক) জেলে খ) কৃষক গ) নাপিত ঘ) দিনমজুর ২৫. কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন? ক) শাস্তি দেওয়ার জন্য খ) টাকা পাবে বলে গ) সম্পত্তি লিখে দিতে ঘ) পায়ের ধুলো নেওয়ার জন্য ২৬. কত বছর বয়সে কাজী নজরুল অসুস্থ হন? ক) আটত্রিশ বচর বয়সে খ) তেতাল্লিশ বছর বয়সে গ) পঁয়তাল্লিশ বছর বয়সে ঘ) ছিয়াত্তর বছর বয়সে ২৭. পবিত্রতার প্রতীক হিসেবে লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কী ব্যবহারের কথা বলেছেন? ক) পানি খ) গোবরজল গ) ধূপ ঘ) চন্দন ২৮. মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? ক) ধর্মের খ) সমাজের গ) শিক্ষার ঘ) শিক্ষা কর্মকর্তার ২৯. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কুটীর প্রাঙ্গণে কী গাছ আছে? ক) তাল খ) বড়ই গ) বেল ঘ) জলপাই ৩০. কাজী নজরুল ইসলাম জন্ম কোন জেলায়? ক) আসাম খ) মেদিনিপুর গ) কলকাতা ঘ) বর্ধমান ৩১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির ভাষারীতি কী? ক) সাধু খ) চলিত গ) আঞ্চলিক ঘ) মিশ্র ৩২. কবি নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন? ক) এর সৌন্দর্যের জন্য খ) এর ঔষধী গুণের জন্য গ) বৃক্ষপ্রেমের জন্য ঘ) কোন কারণ ছাড়াই ৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কিশোর জীবনী লেখেন - ক) হায়াৎ মামুদ খ) কবীর চৌধুরী গ) আনিসুজ্জামান ঘ) হুমায়ুন আজাদ ৩৪. ১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল? ক) শনিবার খ) রবিবার গ) সোমবার ঘ) মঙ্গলবার ৩৫. বনফুল কী ধরনের লেখনীর মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? ক) নাটক খ) উপন্যাস গ) ছোটগল্প ঘ) ব্যঙ্গ কবিতা ও প্যারডি ৩৬. কত শতকের পূর্বে বাংলায় কোন উপন্যাস রচিত হয় নি? ক) আঠার খ) ঊনিশ গ) বিশ ঘ) একুশ ৩৭. ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে? ক) ধনিক শ্রেণির খ) বণিক শ্রেণির গ) ভোগবাদী শ্রেণির ঘ) সামন্ত শ্রেণির ৩৮. ‘সুড়ঙ্গ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ক) সুড়িঙ্গম খ) সুরিংকস গ) সুরুংগস ঘ) সুহিংকস ৩৯. ডেমোক্র্যাসি কিসের সার্থকতা বোঝে? ক) সাহিত্যের খ) শিল্পের গ) চারুকলার ঘ) অর্থের ৪০. দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অবদান রয়েছে- র. সাহিত্যিকদের রর. শিল্পীদের ররর. কলাকুশলীদের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১. মনগঙ্গার তোলা জল কোনটি? ক) ধর্মীয় শাস্ত্র খ) সাহিত্যিক রচনা গ) দর্শন-বিজ্ঞান ঘ) গবেষণা গ্রন্থ ৪২. ‘শরত সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খ- থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে? ক) প্রথম খ- খ) দ্বিতীয় খ- গ) তৃতীয় খ- ঘ) চতুর্থ খ- ৪৩. ‘চন্দ্রশেখর’ নাটকটির রচয়িতা কে? ক) দ্বিজেন্দ্রলাল রায় খ) গিরিশচন্দ্র ঘোষ গ) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৪৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজের বাস কোথায়? ক) পাশের বাড়িতে খ) পাঁচ বাড়ি পরে গ) ভিন্ন গ্রামে ঘ) কাঙালীদের বাড়িতেই ৪৫. কাঙালী কী বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামি দিল? ক) ঘটি খ) বাটি গ) পিতলের কাঁসি ঘ) খাবারের থালা ৪৬. ‘আম আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার উপর নির্ভর করতে হয়? ক) পাঁচ টাকা খ) ছয় টাকা গ) সাত টাকা ঘ) আট টাকা ৪৭. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী? ক) মহানবীর ধর্ম প্রচার খ) মহানবীর মানবীয় গুণাবলী গ) মহানবীর পারিবারিক জীবন ঘ) মহানবীর ক্ষমতা অনুচ্ছেদটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও * করিম শেখ মন্ত্রপাঠ, আর শিকড়বাকড় দিয়ে গ্রামে গরিব মানুষের চিকিৎসা করে। একদিন তার শহরে পড়ুয়া ছেলে আবির তাকে বুঝাল এভাবে লোক ঠকিয়ে টাকা নেওয়া মারাত্মক পাপ। ছেলের কথা শুনে করিম শেখ মন্ত্রপাঠ ও শিকড় বিক্রি ছেড়ে হাল চাষ শুরু করল। ৪৮. যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয় - র. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না রর. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না ররর. যাদের শিল্পদৃষ্টি নেই নিচের কোনটি সঠিক? ক) র খ) র, ররর গ) রর ঘ) ররর ৪৯. ১৩ই এপ্রিল মঙ্গলবার ১৯৭১-এর বর্ণনার শুরুতে রয়েছে- র. প্রকৃতির বর্ণনা রর. পাকিস্তানী সৈন্যের আক্রমণ ররর. অগ্নিসংযোগ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫০. জমিদার কোন দেশের লোক ছিল? ক) আবির শহরে বাস করে খ) সে মেধাবী ছেলে গ) বাবার কাজ নিজ চোখে দেখেছে ঘ) শিক্ষা তার চেতনাবোধ জাগ্রত করেছে সঠিক উত্তর ১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
×