ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইরাসমাস প্লাস স্কলারশিপ

প্রকাশিত: ০৬:২৩, ১৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশী শিক্ষার্থীদের  জন্য ইরাসমাস প্লাস  স্কলারশিপ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশসমূহের বিশ^বিদ্যালয়সমূহ বাংলাদেশী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অধিক সংখ্যক ইরাসমাস প্লাস স্কলারশিপ ও ফেলোশিপ দিতে আগ্রহী। ইইউ দেশসমূহ এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয়সমূহের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও ইনোভিশনে একাডেমিক ও রিসার্চ কোলাবোরেশন প্রতিষ্ঠা করতে হবে। মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিশ^বিদ্যালয়সমূহ এবং বাংলাদেশী বিশ^বিদ্যালয়সমূহের মধ্যে একাডেমিক সহযোগিতার সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাস্যাডর ও দি হেড অব ডেলিগেশন চরবৎৎব গধুধঁফড়হ. ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউরোপিয়ান কমিশনের হেড অব সেক্টর-এডুকেশন, অডিও ভিজুয়াল এবং কালচার এক্সিকিউটিভ এজেন্সির চযরষরঢ়ঢ়ব জঁভভরড় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। Ñবিজ্ঞপ্তি
×