ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন

প্রকাশিত: ০৬:২১, ১৭ ডিসেম্বর ২০১৫

নওগাঁয় বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ ডিসেম্বর ॥ বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সোনালী ব্যাংক ম্যানেজারের দায়িত্বহীনতার কারণে বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা বর্জন করলেন উপজেলার মুক্তিযোদ্ধারা। জানা গেছে, মঙ্গলবার বদলগাছী উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা প্রদানের দিন তারিখ নির্ধারণ করে উপজেলা প্রশাসন এবং সোনালী ব্যাংক বদলগাছী শাখা মুক্তিযোদ্ধাদের ডেকে নেন। সে মোতাবেক ওইদিন মুক্তিযোদ্ধাগণ সম্মানীভাতা উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে উপস্থিত হন। কিন্তু সময় ক্ষেপণ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও টাকা প্রদানের কোনরূপ ব্যবস্থা নেয়া হয়নি। এতে উপস্থিত শতশত মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীগণ তাঁদের অবজ্ঞা করার জন্য একযোগে বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত জানান, আমরা সম্মানীভাতার চেক ছাড় করে দিয়েছি কিন্তু ব্যাংক ক্যাশ করতে না পারায় টাকা প্রদান করতে পারেনি। এজন্যই ক্ষোভের বশর্বর্তী হয়ে এই বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছেন তারা।
×