ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মতি ছাড়া সামরিক জোটে অন্তর্ভুক্তি, ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

প্রকাশিত: ০৬:১৬, ১৭ ডিসেম্বর ২০১৫

সম্মতি ছাড়া সামরিক জোটে অন্তর্ভুক্তি, ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৪টি মুসলিম দেশ নিয়ে ঘোষিত নয়া সামরিক জোটে সম্মতি ছাড়াই পাকিস্তানের নাম যুক্ত করায় অবাক হয়েছে দেশটি। এ বিষয়ে রিয়াদের ব্যাখ্যা নেয়ার জন্য সৌদি আরবের পাকিস্তানী রাষ্ট্রদূতকে নির্দেশ দেয়া হয়েছে। খবর ডনের। রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী। তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে পাকিস্তান রয়েছে এ সংবাদ পড়ে আমি বিস্মিত হয়েছি। এ বিষয়ে ব্যাখ্যা নেয়ার জন্য রিয়াদের পাক রাষ্ট্রদূতকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। জোটে পাকিস্তানের নাম যুক্ত করার আগে সৌদি আরব সম্মতি নেয়নি বলে নিশ্চিত করেছেন দেশটির আরেক উর্ধতন কর্মকর্তাও। মঙ্গলবার এই নয়া সামরিক জোট গঠনের কথা ঘোষণা করে সৌদি। অবশ্য কিসের ভিত্তিতে রিয়াদ জোটে পাকিস্তানের নাম অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
×