ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মান কোম্পানিকে গ্রিসের ১৪টি বিমানবন্দর ইজারা

প্রকাশিত: ০৬:১৩, ১৭ ডিসেম্বর ২০১৫

জার্মান কোম্পানিকে গ্রিসের ১৪টি বিমানবন্দর ইজারা

গ্রিসের ১৪টি আঞ্চলিক বিমানবন্দর বেসরকারী খাতে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সোমবার গ্রিক সরকার জার্মানির একটি কোম্পানির সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। বিশেষজ্ঞরা এ চুক্তিকে বেসরকারীকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। গ্রিসের বেসরকারীকরণ কর্তৃপক্ষ জানিয়েছে, ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে ৪০ বছরের জন্য জার্মান কোম্পানি ফ্রাপোর্টকে বিমানবন্দরগুলো পরিচালনার জন্য ইজারা দেয়া হয়েছে। জার্মান কোম্পানির সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে গ্রিসের জ্বালানি কোম্পানি কোপেলুজস। -অর্থনৈতিক রিপোর্টার
×