ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে - ফখরুল

প্রকাশিত: ০৪:২০, ১৭ ডিসেম্বর ২০১৫

গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে - ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালী করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে কাকরাইল ও শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে র‌্যালী শেষ হয়। র‌্যালীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ছাড়া অন্য সিনিয়র নেতাদের দেখা যায়নি। র‌্যালী শুরুর আগে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হবে। খালেদা জিয়া যে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ফখরুল বলেন, গণতান্ত্রিক দাবি আদায়ে বিজয় র‌্যালি নতুন অধ্যায়ের সূচনা করবে। আজকের এ দিনটি আমাদের কাছে মর্যাদা, গর্বের ও আনন্দের। এই দিনে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে নিশ্চিত করি। সেদিন যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তারা সত্যিকার অর্থে দেশকে স্বাধীন ও গণতান্ত্রিক সমৃদ্ধি, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য লড়াই করেছিলেন। এ বিজয় আমাদের গর্বের বিজয়, মুক্তিযোদ্ধাদের বিজয়, যারা গণতান্ত্রিক চেতনা নিয়ে রাজনীতি করেন তাদের সকলের বিজয়।
×