ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘স্বাধীনতা তুমি’ আবৃত্তি করলো বার্নিকাটসহ মার্কিন দূতাবাস কর্মকর্তারা

প্রকাশিত: ০৪:১৯, ১৬ ডিসেম্বর ২০১৫

‘স্বাধীনতা তুমি’ আবৃত্তি করলো বার্নিকাটসহ মার্কিন দূতাবাস কর্মকর্তারা

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে অভিনব একটি ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় রাষ্টদূত মার্শা বার্নিকাটসহ অন্যান্য কর্মকর্তারা শামসুর রহমানের বিখ্যাত ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করছেন। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা’ এই লাইনটি আবৃত্তির মাধ্যমে ভিডিওটি শুরু হয়। ক্রমান্বয়ে দূতাবাসের দেশি ও বিদেশি কর্মকর্তারা সকলেই কবিতাটির একটি করে চরণ আবৃত্তি করেন। ভিডিওটির ক্যাপশনে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, এই ভিডিওটি তৈরি করার সময় আমরা অনেক মজা করেছি। বিশেষ করে বাংলাদেশি পোশাক ও বাংলা ভাষা অনুশীলন করার কথা উল্লেখ করা হয়। ঢাকার মার্কিন দূতাবাসের এই ভিডিওটি বুধবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে আলোচিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫১ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়া এটি তিন হাজারেরও বেশি মানুষ ফেসবুকে শেয়ার করেছেন।
×