ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারিনা আরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় সরকার

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৫

ফারিনা আরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় সরকার

অনলাইন রির্পোটার ॥ জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি নারী কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় সরকার। এজন্য পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। ২৯ নভেম্বর রাজধানীর উত্তরা এবং খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক ইদ্রিস শেখসহ জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদেও ইদ্রিস শেখ ঢাকায় পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক নারী কূটনীতিক নানাভাবে তাদের সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। পরে ইদ্রিস শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদ জঙ্গিদের মদদ দিয়েছেন বলে জানান। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জেএমবি নেতা ইদ্রিস শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে পাকিস্তানি ওই নারী কূটনীতিকের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে বলেন, দেশের মাটিতে বসে কোনও বিদেশি কূটনীতিককে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। নাশকতায় পাকিস্তানি কূটনীতিকের জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×