ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় এক প্রার্থীর নির্বাচনি অফিসে হামলার অভিযোগ

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় এক প্রার্থীর নির্বাচনি অফিসে হামলার অভিযোগ

অনলাইন রির্পোটার ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ফারুক আহমেদের নির্বাচনি অফিসে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করেছেন তিনি। গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ জানান, আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আতাউর রহমান সরকার ২৫/৩০টি মোটরসাইকেল করে কর্মীদের নিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকায় যান। সেখানে অতর্কিতভাবে তারা তার নির্বাচনি অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনা সাজিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাইছে।’ রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।
×