ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না ॥ ও. কাদের

প্রকাশিত: ০৬:৫২, ১৬ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে  সরকার হস্তক্ষেপ করবে না ॥  ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ ডিসেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে কি-না এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এখন তারা যদি নির্বাচনকে ভয় করে মাঠ থেকে সরে যায় তাহলে কিছু করার নেই। তবে গণতন্ত্রকে এগিয়ে নিতে তারা নির্বাচনের মাঠে থাকবে এটা আমরা আশা করছি। সরকার নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ করবে না। মন্ত্রী মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ফোরলেনের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমএ সবুর, কুমিল্লা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, ফোরলেন প্রকল্প-২ এর ব্যবস্থাপক মাসুম সারওয়ার, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন প্রমুখ। মন্ত্রী বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রণয়ন করেছে তা মন্ত্রী-এমপি, প্রার্থী ও সব রাজনৈতিক দলকে মেনে চলতে হবে।
×