ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে কৃষক পরিবারের হাতে আবাসন প্রকল্পের প্রানী হত্যা

প্রকাশিত: ০০:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠিতে কৃষক পরিবারের হাতে আবাসন প্রকল্পের প্রানী হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা আবাসন প্রকল্পের বাসিন্দাদের কবুতর ও হাঁস মুরগী, পাশ্ববর্তী কৃষক পরিবার বিষ দিয়ে হাত্যা করেছে। সোমবার বিকেলে বিষদেয়া গমের খাবার খেয়ে কবুতর ও হাঁস মুরগি ঘটনা স্থালেই এবং কিছু খোপে এসে মারা যায়। এ ব্যপারে সোমবার রাতে আবাসন প্রকল্পের ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের পক্ষ থেকে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একই এলাকার কৃষক পরিবার বেল্লাল সিকদার ও মোস্তফা সিকদার তাদের জমিতে গম ও সরিষার বীজ ফেলেছে। আবাসন প্রকল্পের বাসিন্দাদের এই সকল কবুতর ও হাসঁ মুরগি বীজ খেয়ে নষ্ঠ করার ক্ষুব্ধ হয়ে কৃষক পরিবার গমে বিষ মাখিয়ে রেখে দেয়। এতে আবাসন প্রকল্পের ৭-৮ জন বাসিন্দার প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কবুতর ও হাস মুরগি মারা যায়।
×