ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন জানুয়ারি থেকে ঢাকায় অটোরিক্সা ধর্মঘট

প্রকাশিত: ০০:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৫

তিন জানুয়ারি থেকে ঢাকায় অটোরিক্সা ধর্মঘট

স্টাফ রিপোর্টার ॥ বাড়তি জমা রাখায় সিএনজি চালিত অটোরিক্সা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিন জানুয়ারি থেকে ঢাকা মহানগরীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ঢাকা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচীর আয়োজন করে। সভায় বক্তারা বলেন, অটোরিক্সা সার্ভিস নীতিমালা অনুযায়ি পুলিশের পক্ষ থেকে মহানগরীতে অটোরিক্সা স্টেন্ড নির্ধারণের কথা থাকলেও তা হয়নি। পার্কিং বোর্ড স্থাপন না করা পর্যন্ত নো পার্কিং মামলা ও রেকারিং বন্ধ রাখার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, বিআরটিএ চেয়ারম্যান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্বারকলিপ দেয়া হয়। সমাবেশ বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সরদার মোহাম্মদ সোবহান, ইনসুর আলী, সাধারণ সম্পাদক হানিফ খোকন, আর এ জামান, মোশারফ হোসেন, রেজাউল করিম, আবুল হোসেন, কামাল বেপারী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
×