ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা অন্তত ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৫

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা অন্তত ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপায় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ঠিক কতজন তা নিশ্চিত করা হয়নি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জনের লাশ রয়েছে। এ ঘটনার পরে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহতদের উদ্ধারের জন্য ফায়ার সিার্ভিসের দুটি টিম কাজ করছে। তবে প্রাথমিকভাবে বেশ কয়েকজন মারা গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আর অন্তত ৪০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকরই অবস্থা আশঙ্কাজনক। মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহীতে ফিরছিলো। আর রাজশাহী থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল ‘অর্প’ নামের একটি যাত্রীবাহী বাস। বাস দুটি ওভারটেক করতে গিয়ে অন্য দুটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন হতাহত হয়।
×