ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেই বরাদ্দ মূল্যের নীচে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৫

দ্বিতীয় দিনেই বরাদ্দ মূল্যের নীচে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্তির দ্বিতীয় দিনেই বরাদ্দ মূল্যের নিচে চলে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার পর থেকেই এ কোম্পানির শেয়ারের দর কমতে থাকে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমে দাঁড়ায় ২৩ দশমিক ১০ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রতিটি শেয়ারের দর কমেছে ২ দশমিক ৪০ টাকা। যা শতাংশের দিক দিয়ে আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪১ ভাগ কম। প্রথম দিনে কোম্পানিটির সমাপনী দর ছিল ২৫ দশমিক ৫০ টাকা। সোমবার লেনদেন শুরুর প্রথম দিন শেষে কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৫.৫০ টাকা। প্রথম দিনে আইপিও বরাদ্দ মূল্যের চেয়ে ৫০ পয়সা দর বেড়েছিল। ১৫ টাকা প্রিমিয়ামসহ রিজেন্ট টেক্সটাইলের আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৫ টাকা। দেশের পুঁজিবাজারে কোনো কোম্পানির লেনদেন শুরুর দ্বিতীয় দিনেই বরাদ্দ মূল্যের নিচে দর নেমে যাওয়ার ঘটনা এর আগে ঘটেনি বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে বরাদ্দ মূল্যের নিচে দর নেমে আসায় আইপিও বিজয়ী বিনিয়োগকারীরা লোকসানের আশঙ্কায় তাদের শেয়ার ছেড়ে দিচ্ছেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির লেনদেন শুরুর প্রথম তিন দিন পর্যন্ত সার্কিট ব্রেকার থাকে না। এর ফলে বৃহস্পতিবারও সার্কিট ব্রেকারের বাইরে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে। এর ফলে এ কোম্পানির দর আরও কমে যেতে পারে - এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। কোম্পানির শেয়ারের দর বরাদ্দ মূল্যের নিচে নেমে যাওয়ার কারণ হিসাবে তিনটি বিষয়কে উল্লেখ করেছেন বাজার বিশ্লেষকরা। পুঁজিবাজারে চলমান মন্দা, পুঁজিবাজারে নতুন কোম্পিানির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা না পাওয়া এবং অতিরিক্ত প্রিমিয়ামকে দায়ী করেছেন তারা। ডিএসইর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বলেন, ‘গত কয়েক দিন ধরে এমনিতেই বাজার মন্দা চলছে তারও প্রভাব পড়েছে এ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে। এ ছাড়া নতুন তালিকাভুক্ত কোম্পানির লেনদেন শুরুর প্রথম ৩০ কার্যদিবেস মার্জিন লোন সুবিধা বন্ধ করে দেওয়ার কারণেও কোম্পানির শেয়ারের দরে প্রভাব পড়েছে। যোগ্যতার তুলনায় কোম্পানিগুলো অধিক হারে প্রিমিয়াম পাওয়ায় এমন হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানিগুলো যোগ্যতার চেয়ে বেশী প্রিমিয়াম পাচ্ছে। প্রিমিয়ামের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যে কারণে লেনদেনে শেয়ার দর বাড়ছে না। এ ছাড়া তিনি আরও বলেন, নতুন শেয়ারে মার্জিণ ঋণ বন্ধ করার ঘোষণায় শেয়ার দর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সোমবার লেনদেন শুরুর প্রথম দিন রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দর ওঠে ৩১ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৫.২ টাকা। এদিন কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের দর ৩০ কোটি ৪২ হাজার টাকা। রিজেন্ট টেক্সটাইল ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
×