ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতপুর সীমান্তে গ্রামপুলিশ সহ ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ২৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৫

দৌলতপুর সীমান্তে গ্রামপুলিশ সহ ২ বাংলাদেশীকে  ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক গ্রামপুলিশসহ ২জন বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চল্লিশপাড়া সীমান্তে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ঘন্টা ব্যাপী চলা পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর সঞ্জয় শিং এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার জাকির হোসেন। পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক গ্রামপুলিশসহ ২জন বাংলাদেশী নাগরিক এবং মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয় ।
×