ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সাড়ে তিন’শ মুক্তিযোদ্ধাকে পুলিশের সংবর্ধনা

প্রকাশিত: ২১:৪১, ১৫ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে সাড়ে তিন’শ মুক্তিযোদ্ধাকে পুলিশের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ মহান বিজয় দিবসকে সামনে রেখে উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে শহরে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহি টাউন হল মিলনায়তনে জেলার পাঁচটি উপজেলা থেকে আগত নারী মুক্তিযোদ্ধাসহ প্রায় সাড়ে তিন’শ বীর মুক্তিযোদ্ধাকে সোমবার সন্ধ্যায় সংবর্ধনা দেয়া হয়েছে। পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান পিপিএম’এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. ইউছুফ আলী, মো. বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র মো. আবু তাহের, জেলা আওয়ামলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়া কর্মীগন এ সময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বুদ্ধিজীবিও স্বাধীণতাকামী মানুষ হত্যাকারীদের চিহ্নিত করে যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ঐ সব খুনিদের ফাঁসির দাবী করেন। একই সঙ্গে এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এর আগে সংবর্ধনা সভায় মহান স্বাধীণতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর বড় পর্দায় প্রামান্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
×