ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে কবিতা উৎসব

প্রকাশিত: ০৬:২৯, ১৫ ডিসেম্বর ২০১৫

সিরাজদিখানে কবিতা উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ সিরাজদিখান উপজেলার কুসুমপুরে সোমবার দিনব্যাপী দুই বাংলার কবিতা উৎসব শেষ হয়েছে। এপার ও ওপার দুই বাংলার কবিদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়। বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে মাসিক বিক্রমপুরের আয়োজনে টাচিং সোলস ইন্টারন্যাশনালের অর্থায়নে, চাঁদের হাট ও কাওছার স্মৃতি পরিষদের সহযোগিতায় দুই দেশের বাংলাদেশ-ভারত কবিতা উৎসবে অর্ধশতাধিক কবি, লেখক, ছড়াকার, গল্পকার, প্রবিন্ধিক,সাংবাদিক, অনুবাদক, পত্রিকার সম্পাদক, শিশু সাহিত্যিকরা অংশ নেন। অতিথিদের আগমন, পরিচিতি পর্ব, কবিতা আবৃত্তি ও আলোচ্য বিষয় ছিল কবিতা কি এবং কেন,বাংলাদেশের উত্তর আধুনিকতা, রবিন্দ্রনাথ-নজরুলের কবিতা, প্রেম ও বিদ্রাহ, কবিতার ছন্দ, মাসিক বিক্রমপুর প্রভৃতি। বাংলাদেশের শতাধিক ও ভারতের ২৮ জন কবি এ উৎসবে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি ছাড়াও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলী ইমাম, জাকারিয়া পিন্টু, জাহাঙ্গির ফিরোজ, রোকেয়া ইসলাম, শাহ আলম বাদশা, আল হাফিজ, তাহমিনা কোরাইশি, সৈয়দ আহসান কবির, শাহিদা আশরাফি, ড. মুহম্মদ জমির হোসেন, মাহবুবা ফারুক, ফাহিম ফিরোজ। ভারতের অপূর্ব দত্ত, অলোক বন্দোপাধ্যায়, আব্দুস শুকুর খান, দেবী রায়, নির্মাল্য মুখোপাধ্যায়, পার্থ সারথি গায়েন, মনিশংকর রায়, শ্যামল কান্তি দাস, মুকুল মাইতি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, জ্যোর্তিময় দাশ প্রমূখ। কবিদের মিলন মেলায় সকল ধরনের কবিতা পাঠ ও আড্ডা, কথা সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান এবং সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় দুই বাংলার কবিতা উৎসব।
×