ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইকোনমিক জোনে কানাডাকে বিনিয়োগের অনুরোধ

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ ডিসেম্বর ২০১৫

ইকোনমিক জোনে কানাডাকে বিনিয়োগের অনুরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাই ও আনোয়ারায় বাস্তবায়নাধীন ইকোনমিক জোনে বিনিয়োগে কানাডীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লারামির প্রতি এ আহ্বান জানানো হয়। বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার সোমবার সকালে মতবিনিময় সভায় মিলিত হন চিটাগাং চেম্বারের পরিচালকম-লীর সঙ্গে। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালনা পর্ষদ সদস্য মাহফুজুল হক শাহ, একেএম আকতার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মোঃ অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান টুটুল, মোঃ আরিফ ইফতেখার, ব্যবসায়ী তাসনিম মাহমুদ ও কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
×