ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটন প্রিমিয়ার দাবা শেখ রাসেল অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৪০, ১৫ ডিসেম্বর ২০১৫

ওয়ালটন প্রিমিয়ার দাবা শেখ রাসেল অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল মেমোরিয়াল দাবা ক্লাব। ৮ খেলায় তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। এবারই প্রথমবারের মতো শিরোপা জিতল তারা। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌ বাহিনী দাবা দল রানার্সআপ হয়েছে। শেখ রাসেল ও নৌ বাহিনী দাবা দলের পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়। তাতে নৌ বাহিনী ২৬ গেম পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। শেখ রাসেলের দাবাড়ুরা ছিলেনÑ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার দীপ্তায়ন ঘোষ, বাংলাদেশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার ফাহাদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী। নৌ বাহিনী দাবা দলের পক্ষে অংশগ্রহণ করেনÑ ফিদেমাস্টার তৈয়বুর রহমান, গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ রাকিব, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ। গতবারের প্রথম বিভাগ দাবা লীগ থেকে উন্নীত গোল্ডেন স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। তাদের সংগ্রহ ৮ খেলায় ১০ পয়েন্ট। দলটির হয়ে অংশ নেন: আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের প্রান্তিক রায়, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ভারতের শ্রিজিৎ পল, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। নবম স্থান লাভ করায় লিওনাইন চেস ক্লাব এবং অংশগ্রহণ না করায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রথম বিভাগে নেমে গেছে।
×