ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় শ্রেণীর ছাত্র সুজনকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩১, ১৫ ডিসেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় শ্রেণীর ছাত্র সুজনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন সে মৃত্যুর পথে ধাবিত হচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার জানিয়েছেন সুজনের উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য প্রয়োজন প্রচুর অর্থের। কিন্তু সুজনের পিতা মোঃ জাহিদ জানিয়েছেন, সংবাদপত্র বিক্রি করে কোনমতে দিন কাটে তার। সন্তানের চিকিৎসায় জমিসহ সহায়সম্বল সব বিক্রি করতে হয়েছে। বর্তমানে নিঃস্ব। অর্থের অভাবে সন্তারের চিকিৎসা করাতে পারছেন না তিনি। এ অবস্থায় নিরুপায় হয়ে সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সন্তানের সুচিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। কোন সহৃদয় ব্যক্তি সুজনের চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন মোঃ জাহিদ, ব্যাংক হিসাব নং ১৯৩-১০১-৯১৭৭০ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (অনলাইন)। অথবা মোবাইল যোগাযোগ ০১৯৬০-৫১২৩৪৮ (বিকাশ করা)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×