ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাস্তা ‘দখল’ করে মার্কেট নির্মাণ কেন অবৈধ হবে না- জানতে রুল

প্রকাশিত: ০২:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৫

রাস্তা ‘দখল’ করে মার্কেট নির্মাণ কেন অবৈধ হবে না- জানতে রুল

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনের পাশের রাস্তা ‘দখল’ করে মার্কেট নির্মাণের জন্য লিজ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার (১৪ ডিসেম্বর) এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুকতাদির রহমান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ।চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।
×