ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাকে শাহজালাল থেকে ফেরত পাঠানো হলো

প্রকাশিত: ০১:০৮, ১৪ ডিসেম্বর ২০১৫

পাক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাকে শাহজালাল থেকে ফেরত পাঠানো হলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টেট ব্যাংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। রবিবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আসমা। ভিসা না থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। আসমা খালিদের বিষয়ে জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান বলেন, তার ভিসা ছিল না। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিধান নেই। এ কারণে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি জানিয়ে মাহবুবুর বলেন, তিনি যে বিমানে করে বাংলাদেশে এসেছিলেন সেই বিমান কর্তৃপক্ষের কাছেই আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক ও ইউএন-ডিইএসএ’র যৌথ আয়োজনে সোমবার দুই দিনের একটি আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। ওই কর্মশালায় যোগ দিতেই আসমা খালিদ ঢাকায় এসেছিলেন। অন্যদিকে, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের এক বিবৃতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।
×