ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন নিয়ে রুল

প্রকাশিত: ০০:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন নিয়ে রুল

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত সরকারের জারি করা বিজ্ঞপ্তি (প্রজ্ঞাপন) কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকার্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবেদন প্রকাশের পর তা সংযুক্ত করে জনস্বার্থে এই রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম নিজেই। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট মহিউদ্দিন মহিম।
×