ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচন ॥ কালকিনি পৌর নির্বাচনে ৪৬ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২১:৪৫, ১৪ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন ॥ কালকিনি পৌর নির্বাচনে ৪৬ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে আজ সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহনকারী ৪৬জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে আ’লীগের মনোনিত প্রার্থী এনায়েত হোসেনকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জগ, মশিউর রহমান সবুজকে নারিকেল গাছ, মোঃ লোকমান হোসেনকে মোবাইল ফোন ও ইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী মোঃ লুৎফর রহমানকে হাত পাখা প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১.২.ও ৩নং ওয়ার্ডে ফুলমতিকে কাচি, মইফুল বিবিকে আঙ্গুর ও রাশিদা বেগমকে ভ্যানিটি ব্যাগ, ৪.৫ ও ৬নং ওয়ার্ডে বিলকিছ বেগমকে কাচি ও হাসিনা বেগমকে আঙ্গুর এবং ৭.৮. ও ৯নং ওয়ার্ডে আসমা খাতুনকে আঙ্গুর, চায়না খানমকে ভ্যানিটি ব্যাগ ও রাজিয়া খাতুন রেখাকে কাচি প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ৩২ কাউন্সিলর প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনের রিটানিং অফিসার ও মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন বলেন ‘ শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। তাই কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
×