ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাল নোট সনাক্তের জের ধরে আশুলিয়ায় মার্কেটে সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত: ২০:১১, ১৪ ডিসেম্বর ২০১৫

জাল নোট সনাক্তের জের ধরে আশুলিয়ায় মার্কেটে সন্ত্রাসীদের হামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ এক হাজার টাকার নোট জাল বলে সনাক্ত করার জের ধরে আশুলিয়ায় একটি মার্কেটে ত্রিশটি দোকান ভাংচুর করেছে সন্ত্রাসীরা। রবিবার রাতে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের একটি টিনশেড মার্কেটে এ ঘটনা ঘটে। সোমবার ওই মার্কেটের সব দোকান বন্ধ রাখে ব্যবসায়ীরা। জানা গেছে, রবিবার রাতে ওই মার্কেটের একটি দোকানে এক যুবক এক হাজার টাকার একটি নোট ভাঙ্গাতে যায়। এ সময় ওই দোকানদার এক হাজার টাকার নোটটি জাল কিনা- তা সেখানে উপস্থিত শিল্প পুলিশ-১ (আশুলিয়া জোন) এর সদস্য গাড়িচালক রাসেলকে দেখতে বলে। নোটটি জাল বললে ওই যুবক ও তার সাথে থাকা লোকজন রাসেলের উপর হামলা চালায়। মার্কেটের অন্যান্য দোকানদাররা এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলাকারীর অন্তত ৩০ দোকান ভাংচুর ও লুটপাট শেষে সেখান থেকে চলে যায়। পরে আহত রাসেলকে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
×