ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে তালিকা হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের দায়বদ্ধতা বেড়েছে

প্রকাশিত: ২০:১০, ১৪ ডিসেম্বর ২০১৫

শেয়ারবাজারে তালিকা হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের দায়বদ্ধতা বেড়েছে

অর্থৈনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে নতুন কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস তালিকাভুক্ত হওয়ায় কোম্পানির ম্যানেজমেন্টের দায়বদ্ধতা বেড়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব। সোমবার সকালে কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে চুক্তি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সালমান হাবিব বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর আমাদের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। আমরা সততার মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার সংরক্ষণ করতে চাই। সেই জায়গা থেকে কোম্পানির ম্যানেজমেন্ট কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কোম্পানি আয় অনেক বেড়ে যাবে। এখন আমাদের যে প্রবৃদ্ধি রয়েছে তা আগামীতেও চলমান থাকবে। অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, প্রধান রেগুলেটরি অফিসার একেএম জিয়াউল হাসান খান, লিস্টিং অফিসার মো. শফিকুল ইসলাম ভূইয়া, কোম্পানির পরিচালক মোহাম্মদ আবদুর রশিদ, প্রধান অর্থ কর্মকর্তা অঞ্জন কুমার ভট্টাচার্য, কোম্পানি সচিব এমআরএইচ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
×