ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশ চাইলে সাত খুনের অধিকতর তদন্ত করতে পারে ॥ হাই‌কোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৫

পুলিশ চাইলে সাত খুনের অধিকতর তদন্ত করতে পারে ॥  হাই‌কোর্ট

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ চাইলে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার অধিকতর তদন্ত করতে পারে। এ বিষয়ে পুর্ব অনুম‌তি লাগবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে মামলার চার্জ‌শি‌টে ষড়য‌ন্ত্রের ধারা যুক্ত হয়‌নি, এ ধারা যুক্ত করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত বেঞ্চ আজ সোমবার সকালে এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির ও বাদীপক্ষে আইনজীবী মন্টু ঘোষ উপস্থিত ছিলেন। আইনজীবী মন্টু ঘোষ জানান, তদন্তকারী কর্মকর্তা চাইলে সাত খুন মামলার অধিকতর তদন্ত কর‌তে পা‌রবে। এ বিষয়ে আদালতের পূর্ব অনুম‌তি লাগবে না। এ ছাড়া মামলার চার্জশিটে ষড়য‌ন্ত্রের ধারা যুক্ত হয়‌নি, এ ধারা যুক্ত করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত।
×