সৌদির নির্বাচনে ১৩ নারী প্রার্থীর বিজয়

অনলাইন ডেস্ক॥ সৌদি আরবের ইতিহাসে প্রথম বারের মত মেয়েরা নির্বাচনে অংশ নেয়ার পর অন্তত ১৩ জন নারী পৌরসভা কাউন্সিল আসনে জয় লাভ করেছে।
এই প্রথম বার দেশটির নারীরা কোন পাবলিক অফিসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে।
নির্বাচনে কাউন্সিল আসনগুলোতে প্রায় ছয় হাজার পুরুষ ও এক হাজারের মত নারী প্রতিদ্বন্দ্বিতা করে।
রিয়াদের মেয়র ইবরাহিম আল সুলতান বলেন, সৌদি আরবের রাজনৈতিক জীবনে মেয়েরা যে অবদান রাখবে তাকে তিনি স্বাগত জানাচ্ছেন।
কর্মকর্তারা বলছেন, মোট এক লাখ ত্রিশ হাজার মহিলা এবার ভোট দিয়েছেন দেশটিতে।
আর পুরুষ ভোটার ছিলেন সাড়ে তের লাখ।
রক্ষণশীল এই মুসলিম দেশটিতে এবারের এই নির্বাচনকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সৌদি আরবের রাজ পরিবার অভিজাত ধর্মীয় নেতাদের সমর্থনে মূলত দেশটিকে এখনো নিয়ন্ত্রণ করেন।
সেখানে মেয়েদের বাইরে চলাফেরা এবং কাজ করার ক্ষেত্রে নানা ধরণের বিধিনিষেধ আছে।
ভোটের প্রচার চালানোর সময় মহিলা প্রার্থীদেরকে হয় পর্দার অন্তরালে থেকে ভোটারদের সাথে কথা বলতে হয়েছে নয়তো ভোট চাইতে পুরুষ প্রতিনিধি পাঠাতে হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা