ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ দিন পর সোয়া লাখ টাকা দিয়ে ফিরলেন অপহৃত ব্যবসায়ী

প্রকাশিত: ০৬:২৩, ১৪ ডিসেম্বর ২০১৫

১৬ দিন পর সোয়া লাখ টাকা দিয়ে ফিরলেন অপহৃত ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলদস্যুদের এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকের কাঁকড়া ব্যবসায়ী অর্জুন গাইন (৪২)। দীর্ঘ ১৬ দিন নিখোঁজ থাকার পর সুন্দরবন সংলগ্ন টেংরাখালী এলাকা থেকে অপহৃত কাঁকড়া ব্যবসায়ী অর্জুন গাইনকে শনিবার রাত ১২টার দিকে খুলনার চালনা এলাকায় ছেড়ে দেয় দুর্বৃত্তরা। গত ২৪ নবেম্বর ভোরে তাকে অপহরণ করা হয়েছিল। রবিবার দুপুরে খুলনার চালনা এলাকা থেকে ভাইকে বাড়ি নিয়ে আসার পথে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অর্জুন গাইনের ভাই বাঞ্চ গাইন। সাংবাদিকদের দেখানো হয় মুক্তিপণের দাবিতে ১৬ দিন ধরে শরীর জুড়ে সন্ত্রাসীদের বর্বর নির্যাতনের চিহ্ন। বাঞ্চ গাইন বলেন, তার ভাইকে ফোন করে ডেকে নিয়ে গত ২৪ নবেম্বর সুন্দরবন সংলগ্ন টেংরাখালী এলাকা থেকে অপহরণ করে ওই গ্রামের মৃত দাউদ ফরের ছেলে মিকাইল ও তার সহযোগীরা। ওই সময় চোখ বেঁধে তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এরপর দিন তাকে ট্রলারে করে সুন্দরবনের মধ্যে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২৬ নবেম্বর অর্জুনের স্ত্রী নমিতা বাইনের কাছে ০১৯৮০-৭৪৬৯২১ নম্বরের মোবাইল থেকে ফোন করে ০১৯৪১-২৪০৬৮৬ নম্বরে ১ লক্ষ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনার পর ভাইয়ের খোঁজ নেয়া শুরু করলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয় বনদস্যু আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামের ভাই, পার্শ্বেখালী গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে মতিয়ার রহমান। পরদিন থানায় জিডি করার খবর শুনে মোবাইল ফোনে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলাম। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয় কার্তিক গাইনের জামাতা তাপস গাইন। এদিকে, অপহৃত অর্জুনকে নির্মম নির্যাতন করতে থাকে অপহরণকারীরা। প্রশাসনের সহযোগিতায় ভাইকে উদ্ধার করতে না পেরে দাবিকৃত ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় অর্জুনের পরিবার।
×