ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলঢাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রত্যাহার করেনি

প্রকাশিত: ০৬:২৩, ১৪ ডিসেম্বর ২০১৫

জলঢাকায় আওয়ামী  লীগের বিদ্রোহী প্রার্থী প্রত্যাহার করেনি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলু রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ নিয়ে সেখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল ওয়াহেদ বাহাদুরকে বিপাকে পড়তে হয়েছে। অভিযোগ উঠেছে দলের জন্য নয় নিজেদের স্বার্থ হাসিলে জলঢাকা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এখানে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে বেগ পেতে হতে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। কেউ কেউ এজন্য জলঢাকা আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে দায়ী করেছেন। দলীয় সূত্র জানায় জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলু জলঢাকা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি জাপা ছেড়ে গত ২৫ নবেম্বর আওয়ামী কৃষকলীগে যোগদান করেন এবং আ’লীগের মেয়র প্রার্থীর জন্য আবেদন করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র পেতে ব্যর্থ হন। মনোনয়ন পান ইলিয়াছ হোসেন বাবলুর আপন মামা যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর।
×