ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রামের ৭৫ ভাগ শিশু এখনও চক্ষু চিকিৎসা বঞ্চিত

প্রকাশিত: ০৬:২২, ১৪ ডিসেম্বর ২০১৫

গ্রামের ৭৫ ভাগ শিশু এখনও চক্ষু চিকিৎসা বঞ্চিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গ্রামীণ পর্যায়ে মানুষ বেশি চক্ষু সমস্যায় ভোগেন। গ্রামের ৭৫ শতাংশ শিশু এখনও চক্ষু সেবা থেকে বঞ্চিত। এই শিশুদের চক্ষু রোগ দ্রুত শনাক্ত করা গেলে অনেকাংশেই নিরাময় করা সম্ভব। এর একমাত্র সহজ উপায় হচ্ছে স্কুল, মাদ্রাসার শিক্ষক ও পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রবিউল হোসেন রবিবার দুপুরে হাসপাতালটির ইমরান সেমিনার হলে ‘বিগত দিনের কর্মকা- ও ভবিষ্যত কর্মপরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ‘ভিশন সেন্টার’ প্রকল্প চালু করেছে। আটটি স্যাটেলাইট হাসপাতালেও এ কার্যক্রম চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম্য চিকিৎসক ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়, যাতে শিক্ষক ও গ্রাম্য চিকিৎসকরা সহজ কিছু রোগ শনাক্ত করে শিশুদের হাসপাতালে পাঠাতে পারেন। ইতোমধ্যে দুটি উপজেলায় ভিশন সেন্টার চালু করা হয়েছে। ক্রমান্নয়ে সকল উপজেলায় এটি ছড়িয়ে দেয়া হবে। সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল চাকরি ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ায় সেবায় ব্যাঘাত ঘটছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাঃ রবিউল বলেন, ডাক্তার আসবেন, যাবেন। ইউরোপেও এ সমস্যা আছে। তবে সিনিয়র ডাক্তার ধরে রাখতে না পারা একটি সমস্যা। এটি শুরু হয়েছিল আমেরিকায়। প্রাইভেটাজাইশনের কারণেই এটি হচ্ছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ, ডাঃ রাজিব হোসেন ও অধ্যাপক ডাঃ মুনিরুজ্জামান ওসমানী।
×