ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে চাঁদার দাবিতে সাংবাদিক পরিবারের উপর হামলা

প্রকাশিত: ০১:০৮, ১ ডিসেম্বর ২০১৫

বরিশালে চাঁদার দাবিতে সাংবাদিক পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাঁদার দাবিতে মঙ্গলবার দুপুরে জেলার আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজাদ রহমানের বাড়িতে হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। হামলাকারীরা নগদ অর্থসহ ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। জানা গেছে, সাংবাদিক কে.এম আজাদ রহমানের স্ত্রী রুবিনা বেগমের কাছে দীর্ঘদিন থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছে উপজেলার ফুলশ্রী গ্রামের আলমগীর খলিফার পুত্র চিহ্নিত সন্ত্রাসী আকাশ খলিফা ও তার সহযোগীরা। রুবিনা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা নগদ অর্থসহ ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় সাংবাদিকের স্ত্রী রুবিনা বেগম, পুত্র মেহেদী হাসান হৃদয়, মাহমুদ হাসান অন্তর, বোন রিজিয়া বেগম, নিশাদ বেগম, ভাই ফরহাদ খলিফা, তার স্ত্রী সাদিয়া বেগম, ভাগ্নে ইমরান খলিফাসহ কমপক্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রুবিনা বেগম বাদি হয়ে ওইদিন বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
×