ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসবিরোধী যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানী

প্রকাশিত: ০১:০০, ১ ডিসেম্বর ২০১৫

আইএসবিরোধী যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানী

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধের অনুমোদন দিয়েছে জার্মান সংসদ। ফ্রান্সের রাষ্ট্রপতি ফাঁসোয়া ওলুদের আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক তৎপরতা বৃদ্ধির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। জার্মানী সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ১২০০ সৈন্য ও পরিদর্শক বিমান পাঠাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে। গত মাসে প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশটি সিরিয়ায় সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিল। ইরাকে কুর্দিদের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিলেও ওই অঞ্চলে জার্মানী এবার সরাসরি সামরিক তৎপরতায় যুক্ত হচ্ছে। গত সপ্তায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও রাশিয়ার নেতৃবৃন্দের সাথে মিটিং করে আইএসের বিরুদ্ধে ‘বৃহৎ ও একক জোট’ গড়ার আহ্বান জানান ওঁলাদ। এ পরিপ্রেক্ষিতেই জার্মান সংসদ সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন করল। সংসদে আঙ্গেলা মার্কেলের দল সংখ্যাগরিষ্ঠ। তবে জার্মান সংসদের বামপন্থী ও গ্রীন পার্টির সংসদেরা সিরিয়ায় সামরিক অভিযানের সমালোচনা করেন। তারা বলেন, সামরিক উপায়ে এ যুদ্ধ জেতা সম্ভব নয়।
×