ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল তিতাস গ্যাস

প্রকাশিত: ০০:৪৯, ১ ডিসেম্বর ২০১৫

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল তিতাস গ্যাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি তিতাস গ্যাস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, তিতাস গ্যাস ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর, শাখা ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আর যে সকল বিনিয়োগকারীরা নগদ লভ্যাংশের যোগ্য অর্থাৎ রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে শুধুমাত্র তাদের তালিকা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে কোম্পানিটি। জানা যায়, বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তিতাস গ্যাস। ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১ ডিসেম্বর।
×